বায়স কোকিল ঘুঘু দহিয়াল রব।
তা সহ মিলিয়া ডাকে পরিকর সব।।
আলস তেজিয়া গোরা উঠে শেজ হৈতে।
আঁখি কচালিয়া হাতে চায় চারি ভিতে।।
পরিকর সহ গোরা প্রাতঃকৃত্য সারি।
অঙ্গেতে সুগন্ধি তৈল মাখে ধীরি ধীরে।।
তৈল মাখি যায় সবে গঙ্গা অভিমুখে।
বাসু ঘোষ স্নানলীলা গায় মনসুখে।।