বিদগধ প্রেম রূপ নিরখিতে
প্রেম রসমই রাই।
কানুর মরমে রাধার নয়নে
সঁপিয়া পশিলা দুই।।
ইঙ্গিত কটাক্ষে তরল চাহনি
দোঁহে দোঁহা দোঁহে রীত।
সঙ্কেত বেকত আন নাহি জানে
গোঠেতে চলিলা চিত।।
সঙ্কেত ইঙ্গিতে কহিয়া চলিল
রসিক নাগর কান।
মথুরার পথে বিকি অনুসারে
সাধিতে চলিলা দান।।
দোহে ঠারা ঠারি আঁখি ফিরি ফিরি
গোঠেতে গমন কেলি।
হই হই বলি চলে বনমালী
ধেনু লয়ে গেলা চলি।।
সব ব্রজবালা করি নানা খেলা
গোঠ মাঝে চলি যায়।
কানু আন ছলে মথুরার পথে
দ্বিজ চণ্ডীদাস গায়।।