বিদগধ প্রেম রূপ নিরখিতে

বিদগধ প্রেম রূপ নিরখিতে
প্রেম রসমই রাই।
কানুর মরমে রাধার নয়নে
সঁপিয়া পশিলা দুই।।
ইঙ্গিত কটাক্ষে তরল চাহনি
দোঁহে দোঁহা দোঁহে রীত।
সঙ্কেত বেকত আন নাহি জানে
গোঠেতে চলিলা চিত।।
সঙ্কেত ইঙ্গিতে কহিয়া চলিল
রসিক নাগর কান।
মথুরার পথে বিকি অনুসারে
সাধিতে চলিলা দান।।
দোহে ঠারা ঠারি আঁখি ফিরি ফিরি
গোঠেতে গমন কেলি।
হই হই বলি চলে বনমালী
ধেনু লয়ে গেলা চলি।।
সব ব্রজবালা করি নানা খেলা
গোঠ মাঝে চলি যায়।
কানু আন ছলে মথুরার পথে
দ্বিজ চণ্ডীদাস গায়।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ