বিদলিত-সরসিজ-দল-চয়-শয়নে
বারিত-সকল-সখী-জন-নয়নে।।
বলতি মনো মম সত্বরবচনে।
পূরয় কামমিমং শশি বদনে।।ধ্রু।।
অভিনব-বিস-কিশলয়-চয়-বলয়ে।
মলয়জ-রস-পরিষেচিত-নিলয়ে।।
সুখয়তু রুদ্রগজাধিপ-চিত্তম্।
রামানন্দ-রায়-কবি-ভণিতম্।।
বিদলিত-সরসিজ-দল-চয়-শয়নে
বারিত-সকল-সখী-জন-নয়নে।।
বলতি মনো মম সত্বরবচনে।
পূরয় কামমিমং শশি বদনে।।ধ্রু।।
অভিনব-বিস-কিশলয়-চয়-বলয়ে।
মলয়জ-রস-পরিষেচিত-নিলয়ে।।
সুখয়তু রুদ্রগজাধিপ-চিত্তম্।
রামানন্দ-রায়-কবি-ভণিতম্।।