বিদায় দেওগো কমলিনীরাই । সারানিশি তোমারকুঞ্জে কত আমোদে কাটাই।
বিদায়-ব্যথা সয় না মনে বিচ্ছেদ আগু জ্বলে প্রাণে গো।
চন্দ্রাবলীর মোর কারণে সারা নিশি নিদ্রা নাই।।
ষোলশ’ প্রাণ উদাস মনে চেয়ে আছে পন্থ পানে গো।
চেয়ে আছে আমার পানে (যে) আসবে আমার প্রাণ কানাই।।
কি দিব আর বিদায়কালে লহ মালা অশ্রু ফুলে গো।
সব দুঃখ যাও ভুলে যামিনী আর নাই গো নাই।।
ফিরে আসবো তোমার কোলে আসবো আমি কাল বিকালে গো।
রিয়াছত বলে যাত্রাকালে বিদায়গাথা গেয়ে যাই।।