বিধি মোরে কি করিল শ্রীনিবাস কোথা গেল
হৃদি মাঝে দিয়া দারুণ বেথা।
গুণের রামচন্দ্র ছিলা সেহো সঙ্গ ছাড়ি গেলা
শুনিতে না পাই মুখের কথা।।
পুন কি এমন হব রামচন্দ্র সঙ্গ পাব
এ জনম মিছা বহি গেল।
যদি প্রাণ দেহে থাক রামচন্দ্র বলি ডাক
তবে যদি যাও সেই ভাল।।
স্বরূপ রূপ সনাতন রঘুনাথ সকরুণ
ভট্টযুগ দযা কর মোরে।
আচার্য শ্রীশ্রীনিবাস রামচন্দ্র যার দাস
পুন নাকি মিলিবে আমারে।।
আঁচলে রতন ছিল কোন ছলে কেবা নিল
জুড়াইতে নাহি মোর ঠাঁই।
নরোত্তম দাসে বলে পড়িলুঁ অসৎ ভোলে
বুঝি মোর কিছু হৈল নাই।।