বিরহ-অনল তাপেতে মাধব
এদিকে সেদিকে চাহে।
যত তরুগণ লতাদি কানন
রাধা রূপ দিশে তাহে।।
ঝিকারির (ঝিল্লী?) স্বন শুনিতে দ্বিগুণ
জ্বলয়ে তাহার গায়।
বোলে কিবা বিধু- বদনী সে ধনী
তরাবার * * লা’য়।।
যেদিকে নয়ন ফিরাইল কান
সেদিকে রাইর রূপ।
চিত্র প্রতিমার প্রীয় দৃষ্ট হয়
রসময়ীর স্বরূপ।।
ক্ষণেকে নাগর হইয়া সুস্থির
মিলিল মাধবীতলা ।
ভ্রমরর ধ্বনি শুনি নীলমণি
বলে অবে রাই আইলা।।
চাহে চৌদিকে কোই নাহি আগে
আর তে খোঁজে মোহন ।
রাই-পদচিহ্ন দেখিয়া দুখানি
নিহারয়ে বসি পুন।।
চিহ্ন পদধূলি অঙ্গে লয়ে বুলি
লাগিল কিবা শীতল।
ধনী রসময়ী ধনী প্রাণ বন্ধু
তুমি আমার কণ্ঠমাল।।
বিরহ-অনল তাপেতে মাধব
খোঁজে বিপিনহি তথা।
চণ্ডীদাসে বোলে অবে কি করব
সে ধনী পায়ব কোথা।।