ভালিরে নাচেরে মোরে শচীর দুলাল।
চঞ্চল বালক মেলি সুরধনী তীরে কেলি
হরিবোল দিয়া করতাল।।
কুটিল কুন্তল শিরে বদনে অমিয়া ঝরে
রূপ জিনি সোনা শত বাণ।
যতন করিয়া মায় ধড়া পরাইছে তায়
কাজরে উজোর দুনয়ান।।
ভুজে শোভে তাড় বালা গলে মুকুতার মালা
কর পদ কোকনদ জিনি।
বাসু কহে মরি মরি সাগরে কামনা করি
হেন সুত পাইল শচীরাণী।।