ভাসি প্রেম জলে নন্দজায়া বলে
যে কথা বলিলে মোরে।
হরের ঘরনী গণেশ জননী
তিনি আসি রক্ষা করে।।
তারে সেবি কোলে পেয়েছি কমলে
তবে আর ভয় কি।
নে রে রাম ধর বাঢ়াইয়া কর
গোপালে সোপিঞে দি।।
রাম করে ধরি যশোদা সুন্দরি
সোঁপিছে যাদব রায়।
নয়নের জল করে ছল ছল
বসন তিতিয়ে যায়।।
রামকরে হরি সমপর্ণ করি
যশোদা মুরছা হইল।
কহিছে শেখর হইয়ে কাতর
কেমনে যাইবে বল।।