ভুজে ভুজে বন্ধনে নিবিড় আলিঙ্গনে
ঘুমাওল রাধা কান।
কুসুমশেজ পর নিচল কলেবর
নিলমণি হেম বনান।।
দেখি সখি দুহুঁজন লেহ।
বদনহি বদনচাঁদ মধু পীবত
ঘূমে থকিত করি দেহ।।ধ্রু।।
অরুণহি অরুণ তিমির লাগি ভাগত
এমতি অপরূপ রঙ্গ।
ভুজগিনি মৌর ভোর করু সঙ্গম
গিরিপর জলধিতরঙ্গ।।
চান্দকি নিয়ড়ে কমল ভেল বিকশিত
সূর পাশে কুসুদবিকাশ।
কিয়ে ঘনদামিনি থীরে বিরাজই
রায় বসন্ত রসে ভাস।