ভুবনমোহন রূপ না জায় বরণী।
কত কাম জিনিঞা ঠাম চামক চলনি।।
কথায়ে কত যে মলুঁ কে কহু পিরিতি।।
চান্দ মুখ দেখি বাটে অধিক আরতি।
সই তোর মরম কহিলু ।
জাতি কুল শীল নিছিতে ইছিলু।
ইসত হাসিতে পড়ে অমিঞা করণি।
রূপ চাহিতে কান্দে প্রাণ হিয়ার পুতুলি।।
প্রতি অঙ্গ দেখি মোর প্রতি অঙ্গ ঝুরে।
ভুরু-ভঙ্গির ফাঁন্দে লুকোতে (?) মোরে অবশ করি তারে।।
কামের কামান সহ জানিল নিশ্চয়।
জ্ঞানদাস কহে কত বৈদগধি অছয়ে।।