ভাবিনি শুন কিছু করি অবধান।
রাধানম কহই যদি পন্থিক
শুনইতে আকুল কান।।
কি রসে রিঝায়লি সো বর নাগর
অনুখণ তোহারি ধেয়ান।
রমণী শিরোমণি জানলুঁ তহুঁ ধনী
কথি লাগি সাধসি মান।।
কত কত নাগরী গৌরী আরাধই
যো পদ করইতে লাভ।
সো জন আকূল তুয়া লাগি সুন্দরি
কী ফল কঠিন স্বভাব।।
আপন পীতাম্বর হেরি চমকিত মন
তোহারি রভসে দেই কোল।
বিদ্যাপতি কহ শুন শুন সুন্দরি
রাখবি ইহ মঝু বোল।।