বেশ-ভূষা করি বরজ-কিশোরী
ভেটিতে নাগর রাজ।
সঙ্গে সখীগণ বেশ মনোরম
সভার সমান সাজ।।
চলে গজ-রাজ জিনি
গমন মন্থর রূপ মনোহর
চরণে নূপুর-ধ্বনি।।ধ্রু।।
সুধাকর যেন ঘিরি তারা-গণ
তেমন শোভিত রাই।
গলে হেম-মালা দশ দিগ আলা
নাগর নিকট যাই।।
নিজ-অঙ্গ-ছবি শ্যামের অঙ্গেতে
দেখিলা কিশোরী গোরী।
নিমানন্দ বোলে হইল জঞ্জালে
বসিলা বদন মোড়ি।।