মাথহি মুকুট মত্ত-শিখি-চন্দ্রক
হীলত মন্দ মধুর-মৃদু-বায়।
মল্লিকা মালতি মাধবি মঞ্জুল
মধুকর মধু-লোভে উড়ি পড়ু তায়।।
মাই মরকত-মুকুর-মুরতি জিনি শ্যাম।
মধুর-অধর পর মোহন মুরলী
ধ্বনি শুনি মূরছিত কত কোটি কাম।।ধ্রু।।
মলয়জ-চন্দন মণ্ডিত কলেবর
মকর-কুণ্ডল তহি গণ্ডে বিরাজ।
মনহি মনোভব মরম বিকারই
কুলবতি উনমত দুরে গেও লাজ।।
মাঝ খীন অতি মধুর পিতাম্বর
মনোহর লম্বিত চরণ পরি।
মুখরিত মঞ্জির সুমধুর বোলত
নিমানন্দ দাস পিয়ে শ্রবণ ভরি।।