ভুবন মোহন রূপ অতি মনোহর, ঝলমল করে রূপ দেখিতে সুন্দর।। ধু
তরুমূলে করে কেলি ত্রিভঙ্গ হইয়া। কত কত নাগরী রহে চান্দ মুখ চাইয়া।।
জিনি শশী দিবাকর জিনিয়া উঝল। আন মোহিত হইল ব্রজ রমণী সকল।।
কপালে তিলক চাঁন্দ জিনি তারাগণে। চিকুর জিনিয়া ছটা পড়িছে গগনে।।
সৈয়দ মর্তুজা কহে নাগর রসিয়া। আন ভুলায়ল মুরলী শুনাইয়া ।।