ভুবন সুন্দর গৌর কলেবর আজানু ভুজযুগ লোল।
অরুণ নয়নে বয়ানে চাহিয়া পড়ই প্রেম হিলোল।।
গোরা-রূপ হেরি জগজন কান্দে।
চান্দজিনি মুখ অধিক ঝলমলি কুমুদ পড়িগেল ধান্দে।
ভাবে গরগর গৌর গভীর জগত বৈচিত্র চলে।
সজল নয়ানে চৌদিকে হেরিয়া রহে গদাধর কোলে।।
হাসে গদগদ বচন অমৃত সিঞ্চিত জীব জন্তুলতা।
জ্ঞানদাস কহে গঢ়ল ওনা রূপে সে পুন কেমন ধাতা।।