মধুর বৃন্দা- বিপিনে মাধব
বিহরে মাধবি সঙ্গিয়া।
দুহুঁক গুণ দুঁহু গাওয়ে সুললিত
চলত নর্ত্তন-ভঙ্গিয়া।।
শ্রবণ-যুগ পরি দেই অনো অন
নওল-কিসলয় তোড়িয়া।
দুহুঁক ভুজ দুঁহু- কান্ধ হেলন
চুম্বই মুখ শশি মোড়িয়া।।
তেজি মকরন্দ ধাই বেঢ়ল
মুখর-মধুকর-পাঁতিয়া।
মত্ত কোকিল মঙ্গল গাওত
নাচে শিখি কুল মাতিয়া।।
সকল সখি-গণ কুসুম-বরিখণ
করয়ে আনন্দে ভোরিয়া।
দাস গিরিধর কবহুঁ হেরব
কাঁতি শ্যামর গোরিয়া।।