মধুর মুরলী শব্দ করসি,নয়নে দরশি প্রেম।
ঈষৎ হাসিতে অমিয় বরষি,বচনে বরষি হেম।।
ঐছে কুলশীল ধরম গরাসি,হরষি মুগধি-নারী ।
তরুণীগণে তরণী তরসি,মদন সায়ার বারি।।
কানু হে বুঝলোঁ চাতুরি তোরি।
সুখলাভ লাভে কো পুন বুড়ব,সো দুখ সাগর ভোরি।।
কো কহে মালতী,কো কহে মাধবী,ঐছন ভরম সোই।
সো পুন জানলোঁ শাম ভ্রমর,আপন নাহিক কোই।।
তবহুঁ মালতি করহুঁ পীরিতি,যাকর নিজবশ দেহ।
সহজে পরশ-মুগধ মাধবী,বিফল তাকর নেহ।।
অতএ আপনা আপনি মুরুছল,সমুঝিয়ে সব কাজ।
মুরছিত মারি কি ফল সাধব,বিজয়ী মদনরাজ।।
চলহ সুন্দর বিনোদ মন্দির,সুন্দর সুন্দরী পাশ।
তুঁহারি এসব সুন্দর চিরত,গায়ব গোবিন্দদাস।।