মরিব গরল ভখি।
তাহার বিহনে ভাবিতে গণিতে
পরাণ হারাব দেখি।।
কালিয়া বরণ ধরয়ে যে জন
সে জন কঠিন বড়।
পরের পীরিতি সুখের আরতি
এবে সে জনল গাঢ়।।
পরের পরাণ হরিতে কি দুখ
সুখের নাহিক লেহা।
ভাবিতে গণিতে মলিন হইল
অলপ হইল দেহা।।
অনেক যতনে সে পঁহু রতন
আছিল নিজহি কোড়।
বিহি নিকরুণ তাহে ভেল বাদ
সকল হইল ভোর।।
পহিলা পীরিতি যখন করিলে
হাতে আনি দিলা চাঁদ।
কূল তেয়াগিয়া কলঙ্ক রাখিল
লাগাইয়া প্রেমফাঁদ।।
চণ্ডীদাস শুনি রাধার বিরহ
উঠিল দারুণ দুখ।
নিরমল বর রসের নাগর
হেরব তাকর মুখ।।