মাগো গেনু খেলাবার তরে।
পথে লাগি পেয়ে এক গোয়ালিনী
লয়ে গেল মোরে ঘরে।।
গোপ রাজরাণী নন্দের গৃহিণী
যশোদা তাহার নাম।
তাহার বেটার রূপের ছটায়
জুড়াইল মোর প্রাণ।।
কি হেন আকুতে তার বাম ভিতে
লয়ে বসাইল মোরে।
এক দিঠে রহি তাহার আমার
রূপ নিরীক্ষণ করে।।
বিজুরি উজোর মোর অঙ্গখানি
সেহ নব জলধর।।
সুমেল দেখিয়া দিবাকর ঠাঁই
কি হেতু মাগল বর।।
তবে মোর গোরা গাখানি মাজিয়া
লাস বেশ বনাইয়া।
হরষিত মোরে পাঠাইলা দেখ
এ সব আঁচরে দিয়া।।
ঝিয়ের কাহিনী শুনি গোয়ালিনী
মুচকি মুচকি হাসে।
কত সুধারস হিয়ায় বরিষে
কহে কবি জ্ঞানদাসে।।