মাধবী তলাতে দূতী পাঠাইয়া
বসিয়া চিবুকে হাত।
আকুল সঘনে নিশ্বাস হুতাশ
কাহা না বোলই বাত।।
এক নব রামা আছে রাধা কাছে
তা সনে না কহে বোল।
মাধবী ডালেতে এক পিক বসি
কহত পঞ্চম বোল।।
চাহিয়া দেখিল মাধবী উপরে
রসমই ধনী রাই।
কালার বরণ দেখি সুনাগরী
হেরিয়া দেখিল তাই।।
করতালি দিয়া দিল উড়াইয়া
পিকেরে কহিছে কিছু।
কি কারণে বসি ডাকহ সুস্বরে
তেঁই সে দিলাম নিছু।।
যাহ শ্যাম পাশ নিকুঞ্জ-বিলাস
এখানে কিসের বাণী।
এই অনুরাগ রাগের আর্ত্তিক
কহেন কিশোরী ধনী।।
উড়ি যাহ ঝাট ছাড়িয়া নিকট
এ ডাল ছাড়িয়া যা।
চণ্ডীদাস বলে পিক চলি গেল
কহিতে বলিতে রা।।