মাধব! আজু মোর শুভ দিন ভেল।
তুয়া মুখ দরশনে উলসিত লোচনে
দুখ বেদন দূরে গেল।।
ধনি ধনি ধনি ধনি কতক জনম ধনি
শম্ভু আরাধন কেল।
তেঞি পরসন বিহি আনি মিলাওল
কানু হেন সুপুরুষ দেল।।
যত রূপ তত গুণ বিদগধি পুনপুন
পুনপুন আপনা বুঝাই ।
কানু হেন বল্লভ যাকর নাগর
তাসম পুনবতি নাই।।
ভাবে আবেশ হইয়া কানুর সমুখে রইয়া
গদ গদ মৃদু মৃদু ভাষ।
কমলার নাথ পহু আজু মোর গৃহে
আনন্দিত গোবিন্দদাস।।