মাধব বোধ না মানয়ে রাই।
নিকুঞ্জ গৃহে, ধনী নিবসহ, তুরিতে গমন করু তাই।।
এত শুনি নাগরী-বেশ ধরি সখীসঞে চলু বনমালি।
যোই নিকুঞ্জে আছয়ে বরমালিনী তাঁহা যাই উপনীত ভেলি।।
জ্ঞানদাস কহে পুরুষ প্রকৃতি ।
দুইরস উজ্বল পরিপাটি অতি ।।