মাধব সুনাগর বিদগধ রায়।
মঝু মন উলসিত তঁহি পরধায়।।
আকুল নাগর চলল সোই ঠাম।
পূরল সুন্দরী মনোরথ কাম।।
বাহু বাহু ধরাধরি ক্ষণে করে কোর।
কুঞ্জ হেরি মাতল দুহুঁ মন ভোর।।
অবলা চরিত নাহ ভালে জান।
গোপাল দাস তঁহিক গুণ গান।।