মিত্র পূজাইয়া বিশ্বশর্ম্মা দ্বিজরাজ।
বটুরে লইয়া সাধিলেন নিজ কাজ।।
মুদ্রা সহিতে বটু নৈবেদ্য বান্ধিলা।
বিদায় হইয়া দোঁহে কাননে চলিলা।।
সখাগণ মাঝে কৃষ্ণ যাইবার তরে।
ব্রাহ্মণের বেশ সব করিলেন দূরে।।
চূড়া বান্ধি বেত্র বাঁশী লইলেন হাতে।
কৌতুকে মিলিলা সব সখার সহিতে।।
বটুর অঞ্চলে বান্ধা নৈবেদ্য দেখিয়া।
খোলয়ে রাখাল সব চৌদিগে ঘেরিয়া।।
বলরামের ইঙ্গিকে সকল সখাগণ।
নৈবেদ্য সহিতে নিল তাহার বসন।।
ক্রোধে শাপ পাড়ে বটু কৃষ্ণ করে মানা।
তবে তারে বস্ত্র দিল করি বিড়ম্বনা।।
কৃষ্ণ লৈয়া সখাগণ নানা ক্রীড়া করে।
অপরাহ্ন হৈল বলি মাধব ফুকারে।।