মিটল চন্দন টুটল আভরণ
ছুটল কুন্তল-বন্ধ।
অম্বর খলিত গলিত কুসুমাবলি
ধূসর দুহঁ মুখ-চন্দ।।
হরি হরি অব দুহুঁ শ্যামর গোরি।
দুহুঁক পরশ-রভসে দুহুঁ মুরছিত
শুতল হিয়ে হিয়ে জোরি।।
রাইক বাম জঘন পর নাগর
ডাহিন চরণহি আপি।
নওল কিশোরী অগোরি কোরে পহু
ঘূমল মুখে মুখ ঝাপি।।
কিয়ে মদন-শর-ভীতহি সুন্দরি
বৈঠলি হিয়-হিয় মোহ।
কব বলরাম নয়ন ভরি হেরব
করব অমিয়া-অবগাহ।।