মুখ দেখিতে বুক বিদরে
কে তাহে পরাণ ধরে।
ভাবিলে কামিনী দিবস-রজনী
ঝুরিয়া ঝুরিয়া মরে।।
সই কি জানি কদম্ব-তলে।
দেখিয়া ও রূপ কুলে তিলাঞ্জলি
যাইতে যমুনা-জলে।।
বঙ্কিম নয়নে ভঙ্গিম চাহনি
তিলে পাসরিতে নারি।
এত দিনে সই জানিলু নিশ্চয়
মজিল কুলের গোরি।।
চাচর চুলে ফুলের কাছনি
সাজনি মউর-পাখে।
বলরাম বলে কোন কামিনী
কুলের ধরম রাখে।।