যঙ কলি-রূপ শরীর না ধারত।
তঙ ব্রজ-ভূতল প্রেমমহানিধি
কোঙন কপাট উঘাড়ত।।
নির-খির হংসন পান বিধায়ন
কোঙন পৃথক করি পারত।
কো সব তেজি ভজি বৃন্দাবন
কো সব গ্রন্থ বিচারত।।
যদপিও বনফুল ফলত নানাবিধ
মন-রাজ্য-অরবিন্দ।
সো মধুকর বিনে পান কো জানত
বিদ্যমান মকরন্দ।।
কো জানত মথুরা বৃন্দাবন
কো জানত ব্রজ-নীত।
কো জানত রাধা-মাধব-রতি
কো জানত সোই প্রীত।।
যাক চরণ-পরসাদে সকল জন
গাই গাওয়াই সুখ পাওত।
চরণ-কঙলে শরণাগত মাধো
তব মহিমা উর লাগত।।