যদবধি যদুপুর তুহুঁ যাই ভোর।
যুবতি যামিনি কত জাগই জোর।।
যদুপতি যদি ইথে জানহ আন।
যাই যতন করি জান পরমাণ।।
যব কোই জল সঞে জলজ বিছায়।
যতনহি যদি তহিঁ যবহিঁ শুতায়।।
জরি জরি জারত মরমহি তায়।
যাউ রাধামোহন মরিয়াসে গায়।
যদবধি যদুপুর তুহুঁ যাই ভোর।
যুবতি যামিনি কত জাগই জোর।।
যদুপতি যদি ইথে জানহ আন।
যাই যতন করি জান পরমাণ।।
যব কোই জল সঞে জলজ বিছায়।
যতনহি যদি তহিঁ যবহিঁ শুতায়।।
জরি জরি জারত মরমহি তায়।
যাউ রাধামোহন মরিয়াসে গায়।