যদি বা পীরিতিখানি সুজনের হয়।
নয়নে নয়নে মিলন হইলে
তবে সে ফিরিয়া লয়।।
যে মোর পরাণের মরম ব্যথিত
তারে বা কিসের ভয়।
অতি দুরন্তর বিষম পীরিতি
সকলি পরাণে সয়।।
অবলা হইয়া বিরলে রহিয়া
না ছিল দোসর জনা।
হাসিতে বাঁশীতে গীতের ঝামরু
এ বড় সুগড়পণা।।
যেন মলয়জ শিলায় ঘষিতে
অধিক সৌরভ হয়।
শ্যাম বঁধুয়ার ঐছন পীরিতি
দ্বিজ চণ্ডীদাস কয়।।