যবহুঁ আছল নব নেহা।
অভিনে আছল দুহুঁ দেহা।।
অব ভেল প্রেম পুরাণে।
তিলে তুল না কর গেয়ানে।।
অব কি কহব দুরদিনে।
অভিমানে না রহে পরাণে।।ধ্রু।।
দুহুঁ কুল দুহুঁ বেলে বারি।
না বুঝিলুঁ পাছু বিচারি।।
মনোরথ আছিল অশেষ।
দরশন অবহুঁ সন্দেশ।।
সুরতরু-ফল ভেল আন।
হেমমণি ধরু আন বাণ।।
জ্ঞানদাস না বুঝল রীতি।
ভাল জন ঐছন পিরীতি।।