যবহুঁ বিজয় করু কান।
বায়ই বেণু নিসান।।
ঐছন ভেল ব্রজ মাহ।
ধনজীবন বন যাহ।।
কি কহব ব্রজজননেহ।
কোই না বান্ধই থেহ।।
বাল বৃদ্ধ নর নারি।
চীতপুতলি জনু ঠারি।।
সবহুঁ নয়নে বহু লোর।
গমন বিরহে সব ভোর।।
সখি সহ হেরইতে রাই।
আকুল কূল না পাই।।
পুলকে পুরল সব গায়।
থর থর কম্পন পায়।।
চন্দ্রাবলী সখি মেলি।
পদ্মা সহ তহিঁ গেলি।।
যূথে যূথে যত ব্রজ-নারি।
দুরহি দূরে রহু ঠারি।।
যব বন চলল মুরারি।
তবহিঁ পড়ল তনু ঢারি।।
নিজ নিজ সহচরি মেলি।
মন্দিরে লেই চলি গেলি।।
বিরহপয়োনিধি মাহ।
ডূবল মাধব তাহ।।