যবেঁ রাধা গোআলিনী পাতল কৈল গাএ।
হেহে লহে।
তবেঁ হিঅ হিঅ বুলী কাহ্ন বাহে নাএ।।
হেহে লহে লহে।।
আকাশের তারা যেনছুটি গেল নাএ।
অধ নদী গেলেঁ পুণি বহে খর বাএ।।
রাধাএঁ বুলিল কাহ্ন ঝাঁট বাহি যা।
ঢেউ দেখি মোর হালে সব গা।।
দুতরত পারকর একবার কাহ্ন।
পার হৈলেঁ তোর বোল না করিবোঁ আন।।
নাঅ টালবলাএ আধিকে দামোদর।
দুগুন বাঢ়িল রাধিকার মণে ডর।।
কাহ্নে মনত ভৈল মদনবিকার।
ছল করি টালিলেক রাধার পসার।।
তখন ছাড়ায়িল ঘৃত দধি ঘোল।
ডরপায়ি রাধা কাহ্নঞিঁকে মাঙ্গে কোল।।
কোলে কর কাহ্নঞিঁ বড়ায়ি জুনী জাণে।
বড়ায়ি জাণিলে জাণে কংস আইহনে।।
এ বোল সুণিআঁ কাহ্নাঞি মনের হরিষে।
নাঅ ডুবায়িআঁ রাধা কোলে করি ভাষে।।
আলিঙ্গন পাইল কাহ্নাঞিঁ রাধার তরাসে।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে।।