যবেঁ রাধা গোআলিনী পাতল কৈল গাএ

যবেঁ রাধা গোআলিনী পাতল কৈল গাএ।
হেহে  লহে।
তবেঁ হিঅ হিঅ বুলী কাহ্ন বাহে নাএ।।
হেহে লহে লহে।।
আকাশের তারা যেনছুটি  গেল নাএ।
অধ নদী গেলেঁ পুণি বহে খর বাএ।।
রাধাএঁ বুলিল কাহ্ন ঝাঁট বাহি যা।
ঢেউ দেখি মোর হালে সব গা।।
দুতরত পারকর একবার কাহ্ন।
পার হৈলেঁ  তোর বোল না করিবোঁ আন।।
নাঅ  টালবলাএ আধিকে দামোদর।
দুগুন বাঢ়িল রাধিকার মণে ডর।।
কাহ্নে মনত ভৈল মদনবিকার।
ছল করি টালিলেক রাধার পসার।।
তখন ছাড়ায়িল ঘৃত দধি ঘোল।
ডরপায়ি রাধা কাহ্নঞিঁকে মাঙ্গে কোল।।
কোলে  কর কাহ্নঞিঁ বড়ায়ি জুনী জাণে।
বড়ায়ি জাণিলে জাণে কংস আইহনে।।
এ বোল  সুণিআঁ কাহ্নাঞি মনের হরিষে।
নাঅ ডুবায়িআঁ রাধা কোলে করি ভাষে।।
আলিঙ্গন পাইল কাহ্নাঞিঁ রাধার তরাসে।
বাসলী শিরে বন্দী গাইল  চণ্ডীদাসে।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ