যব কানু আওল মন্দিরমাঝে।
আঁচরে বদন ঝাঁপায়লু লাজে।।
করে কর বারি ফুয়ল চীর মোর।
পিয়া বড় ঢিঠ কর রাখল আগোর।।
কি কহব রে সখি কানুক নেহা।
ও সুখে মুগধী মুগধ মঝু দেহা।।ধ্রু।।
প্রেমপরশরস কয়ল অপার।
কত পরথাপল পিরীতিপসার।।
চুম্বনে চূয়ল অধরক রাগ।
কি কহব সে সব সময় সোহাগ।।
নিবিড় আলিঙ্গনে বিগলিত স্বেদ।
লুব্ধ মনোভব নহ পরিছেদ।।
উপজল আরতি কহন না যায়।
জ্ঞানদাস কহ সীম কে পায়।।