যব তুহুঁ নাথ চলত পশুচারণ
ব্রজে সে কানন মাহ।
তব তুয়া প্রেয়সী শিরোমণি রাধে
লোরে জলধি অবগাহ।।
মাধব তুহু নাহি বেদন জান।
তোহারি বিচ্ছেদে সোই ব্রজ বল্লবী
শত শত যুগ করি মান।।
তুহু সে ভ্রমসি সঙ্গে সখাগণ
যমুনা গিরিতটে ধাই।
পদতলে শিলা তৃণাঙ্কুর বাজত
অনুভবি কান্দত রাই।।
অতি সুকুমার অরুণ পদপল্লব
মাধুরী মধুরিম সার।
শশধর কোটি কলিত ঘন চন্দন
শীতল চরণ তোহার।।
সো পদতলে যব তৃণ শিলা বাজত
ব্রজবধু জীবনে লাগি।
দাস গদাধর কহইতে কাতর
ধীরে চলব বন ভাগী।।