• ঐছন শুনইতে মুরহর বাণী
    ঐছন শুনইতে মুরহর বাণী। শ্রীরাধাকুণ্ড কহত ভয় মানি।। অনুচিত বাত কহসি কাহে মোয়। লাখ রমণী সদা বাঞ্ছয়ে তোয়।। খণ এক বিরমহ যাই। সখী সঙ্গে মিলায়ব রাই।। কহত গদাধর শুনি ইহ বাত। নিরজনে শুতল গোকুল নাথ।। keyboard_arrow_right
  • কানু অনাদরি নতমুখী সুন্দরী
    কানু অনাদরি নতমুখী সুন্দরী আড় নয়নে ঘন চায়। ঝর ঝর লোচন মুখ অতি মলিন নিরখি দুঃখী ললিতায়।। বোলত সখী মুখ হেরি। তুহুঁ কাহে রোয়ত কহরে কতি গেও পিয় মঝু সোই মুরারি।। ললিতা কহতহি দেব বিমুখ ভেল তোহে হাম কি বোলব আর। মানস সাধ আগি দেই জারল সো ব্রজ রাজকুমার।। তবহু গরবিনী গরব লৈ বৈঠহ ফুরায়ল […] keyboard_arrow_right
  • কানুক বচন তুহুঁ না শুনলি
    কানুক বচন তুহুঁ না শুনলি না রাখলি বল্লভ ভাষ।। তবহুঁ বিমুখ ভৈ রোই রোই মাধব আয়ল মঝুক পাশ।। মাধব বোলল সখি যাই। রাই তেজল যদি কি ফল জীবনে হোই হাম জনম বিদাই।। তবধরি প্রাণ করত কত ব্যাকুলি কাহে কহব কিয়ে বাত। ইন্দুরেখা সখী বিপরীত শুনায়ল না জানি কয়ল কিয়ে নাথ।। তোহারি কুণ্ড সলিলে শিখী চন্দ্রিকা […] keyboard_arrow_right
  • কায়মন বাক্য শুন হে সখ্য
    কায়মন বাক্য শুন হে সখ্য আমি কেবল তোমার। তুমি নহ কার কেবল আমার এই জানি চিতে সার।। বন্ধু ইথে জানি হয় মান। আপনার জন ফিরাইলে বদন সে হয় মরণ সমান।। হত কুবুধিনী হইয়ে মানিনী বলেছি কয়েছি কত। সে সকল নাহ মনে না করিহ পরাধিনী পদে নত। পদে পদে দুষী অবলা এ দাসী হয়ে থাকি শ্রীচরণে। […] keyboard_arrow_right
  • কি কথা কহিলা সহচরি
    কি কথা কহিলা সহচরি। কোথা গেল কি করিলা হরি।। কার মুখে শুনিলি এ কথা। সত্য কহ খাও মোর মাথা।। শুনি প্রাণ চমকি উঠিল। মন মতি ভ্রম হোই গেল।। এত বলি ধরি সখী করে। সখেদিত কহে গদাধরে।। keyboard_arrow_right
  • চূড়া বাঁশী গুঞ্জাহার ভাসে কুণ্ডজলে
    চূড়া বাঁশী গুঞ্জাহার ভাসে কুণ্ডজলে। রাধাকুণ্ড জলে ঝাঁপ দিল কৃষ্ণ বলে।। রাধাকুণ্ড ভীত হয়ে কৈল অন্তর্দ্ধান। রাই বলে শ্যাম কুণ্ডে তেজিব পরাণ।। শ্রীরাধা কুণ্ড হৈতে চূড়া বাঁশী তুলি। শ্যামকুণ্ড তীরে যায় কৃষ্ণ কৃষ্ণ বলি।। শ্যামকুণ্ডে পরাণ তেজিতে সবে যায়। হা হা প্রাণনাথ বলি কান্দে উভরায়।। ঐছন শবদ শুনিয়া শ্যামরায়। অতি উচ্চনাদ করি রাধাগুণ গায়।। বসন্ত […] keyboard_arrow_right
  • বহুত যতনে হাম তোহে নিরমাওল
    বহুত যতনে হাম তোহে নিরমাওল নাম রাখিলাম রাধাকুণ্ড। বিনি অপরাধে বাদ করি দারুণ মোহে করলি ইহ দণ্ড।। সরসি রে ধিক্ তুয়া বারি। কৈছনে সলিল মাঝে নিমজায়লি সো বিধুবদন নেহারি।। কত জানি প্রাণ করত বিয়াকুলি তছু বক্ষ নহত শীতল। তুয়া নীরে ভাসত বংশী শিখী চন্দ্রিকা হেরি মঝু পরাণ বিকল।। যৈছন সখীগণ তুঁহু ভেলি তৈছন তৈছন হামারিও […] keyboard_arrow_right
  • ভাবিতাম চিতে মরণ কালেতে
    ভাবিতাম চিতে মরণ কালেতে পিয়ারে সমুখে থোব। দুটি পদ লয়ে হৃদয়ে ধরিয়ে বদনেতে গুণ গাব।। শ্রীমুখে নয়ন দিয়ে। অনিমিখ হব পরাণ তেজিব পিয়া পানে চেয়ে চেয়ে।। সে বাসনা যত সব হৈল হত সব ভেল বিপরীত। কখনো প্রত্যয় স্বপনে যা নয় সেই হৈল উপনীত।। হায় কি না হৈল প্রিয়া কোথা গেল আর না হইবে দেখা। অধম […] keyboard_arrow_right
  • মুরহর কহত শুনহ ললিতা সখী
    মুরহর কহত শুনহ ললিতা সখী সুমুখী বিমুখী ভৈ গেল। প্রেম পসার হাট যব ভাঙ্গল সুখ ঘরে আগি আনি দেল।। সজনি অবহু জীবনে কিয়ে কাম। রাইক সো প্রিয় কুণ্ড সলিলে হাম তেজব পাপ পরাণ।। তুহুঁ সব সুখে থাক কাহে কি বোলব দেব বিমুখ ভৈ মোই। হোই বিদায় অবহু হাম যাইয়ে এত কহি চলু রোই রোই।। ললিতা […] keyboard_arrow_right
  • যব তুহুঁ নাথ চলত পশুচারণ
    যব তুহুঁ নাথ চলত পশুচারণ ব্রজে সে কানন মাহ। তব তুয়া প্রেয়সী শিরোমণি রাধে লোরে জলধি অবগাহ।। মাধব তুহু নাহি বেদন জান। তোহারি বিচ্ছেদে সোই ব্রজ বল্লবী শত শত যুগ করি মান।। তুহু সে ভ্রমসি সঙ্গে সখাগণ যমুনা গিরিতটে ধাই। পদতলে শিলা তৃণাঙ্কুর বাজত অনুভবি কান্দত রাই।। অতি সুকুমার অরুণ পদপল্লব মাধুরী মধুরিম সার। শশধর […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ