ভাবিতাম চিতে মরণ কালেতে
পিয়ারে সমুখে থোব।
দুটি পদ লয়ে হৃদয়ে ধরিয়ে
বদনেতে গুণ গাব।।
শ্রীমুখে নয়ন দিয়ে।
অনিমিখ হব পরাণ তেজিব
পিয়া পানে চেয়ে চেয়ে।।
সে বাসনা যত সব হৈল হত
সব ভেল বিপরীত।
কখনো প্রত্যয় স্বপনে যা নয়
সেই হৈল উপনীত।।
হায় কি না হৈল প্রিয়া কোথা গেল
আর না হইবে দেখা।
অধম পামর দীন গদাধর
এই ছিল কপালে লেখা।।