ভাবিতে গণিতে তাহার পিরিতি
পাজর হইল সেষ ।
মরণ সরণ এই সে নিদান
প্রেমের নহিল লেষ।।
কালার পিরিতি জে করে আরতি
সে জন মরূক জলে ।
রসাঞা রসাঞা প্রেমসিন্ধু দিয়া
নিদান করিল হেলে।।
কে জানে এমন না সুনি কথন
পরের পিরিতি সুখে।
ঘরেতে আনিয়া ধরম খাইয়া
পরিণামে হল্য দুখে।।
জখন করিল বহুত পিরিতি
তখন জানিল মনে।
বহুত লেঠার বহুত-আদর
সে নব কানুর সনে।।
তখনি জানিল মনের সহিত
সে জন নিদান হবে।
সেই সত্য ভেল বুঝিতে কারণ
চণ্ডীদাস কহে ইবে।।