(হেদে লো তোমারে)
ভাল না দেখিয়ে আজি।
কালা-মানিকের বাতাসে এ বুঝি
মজিল গোকুল রাজি।।ধ্রু।।
ভাবে ভরল সকল অঙ্গ
মুখে ত না সরে রা।
আবেশে অবশ ডঅথির চরণ
ধরণে না যায় গা।।
ঢর ঢর রাঙ্গা নয়নযুগল
সঘনে নিশ্বাস ছাড়ো।
পীন পয়োধর বসনে ঝাঁপিয়া
অঙ্গ সদা কেনে মোড়ো।।
পুছিলে মনের মরম না কহ
মাথা তুলি নাহি চাও।
যদুনাথ কহে এ দোষ বড়ই
সঙ্গের সঙ্গী ভাঁড়াও।।