কানুক বচন তুহুঁ না শুনলি
না রাখলি বল্লভ ভাষ।।
তবহুঁ বিমুখ ভৈ রোই রোই মাধব
আয়ল মঝুক পাশ।।
মাধব বোলল সখি যাই।
রাই তেজল যদি কি ফল জীবনে
হোই হাম জনম বিদাই।।
তবধরি প্রাণ করত কত ব্যাকুলি
কাহে কহব কিয়ে বাত।
ইন্দুরেখা সখী বিপরীত শুনায়ল
না জানি কয়ল কিয়ে নাথ।।
তোহারি কুণ্ড সলিলে শিখী চন্দ্রিকা
বংশী ভাসত গুঞ্জাহার।
ঐছন শুনইতে গদাধর আকুল
নয়নে গলয়ে জলধার।।