কায়মন বাক্য শুন হে সখ্য
আমি কেবল তোমার।
তুমি নহ কার কেবল আমার
এই জানি চিতে সার।।
বন্ধু ইথে জানি হয় মান।
আপনার জন ফিরাইলে বদন
সে হয় মরণ সমান।।
হত কুবুধিনী হইয়ে মানিনী
বলেছি কয়েছি কত।
সে সকল নাহ মনে না করিহ
পরাধিনী পদে নত।
পদে পদে দুষী অবলা এ দাসী
হয়ে থাকি শ্রীচরণে।
গদাধর ভণে এ অধীনা জনে
ভিন না বাসিও মনে।।