যমুনাক তীর বিহরি যদুনন্দন
কালিয় হ্রদে পুন গেল।
নিভৃত নিকুঞ্জে বৈঠি খণে আকুল
সুন্দরি মন মাহা ভেল।।
অপরূব প্রেমক রীত।
সব জন তেজি গহন মাহা বিহরই
রহি রহি উনমতচীত।।ধ্রু।।
ধীরসমীর যাই পুন নাগর
আওল নিধুবনকুঞ্জে।
সখিগণ সঙ্গে তাহিঁ দেখি সুন্দরি
পাওল আনন্দপুঞ্জে।।
দুহুঁ দোহাঁ দরশনে অথির ভেল দুহুঁ
মনমথে মাতল অঙ্গ।
সমুঝি গুপত করি প্রেমদাস রাখি
সখিগণ দেওল ভঙ্গ।।