যাবত জনমে কি হৈল মরমে।
পীরিতি হইল কাল।
অন্তর বাহিরে পশিয়া রহিল
কেমতে হইবে ভাল।।
সই,বল না উপায় মোরে।
গঞ্জনা সহিতে নারি আর চিতে
মরম কহিনু তোরে।।
ননদী-বচনে জ্বলিছে পরাণে
আপাদমস্তক চুল।
কলঙ্কের ডালি মাথায় করিয়া
পাথারে ভাসাব কুল।।
ভাসিয়ে যায় ঘুচে সে দায়
না বলে ছাড়য়ে লোকে।
চণ্ডীদাস কয় না করিহ ভয়
কি করিবে অধম লোকে।।