যারে মুই না দেখোঁ নয়ানে।
কলঙ্ক তোলায় তার সনে।।
নগরে আছয়ে কত নারী।
কে না চাহে শ্যাম পানে ফিরি।।
কে না পিরিতি নাহি করে।
গুরুজন নাহি কার ঘরে।।
মোর হৈল সব বিপরীত।
জগতে করিলে বেয়াপিত।।
যাহা নাহি দেখয়ে নয়নে।
তাহা যেন দেখিল এখনে।।
বলরাম কহে পাপ-লোকে।
মিছা কথা করে পরতেকে।।