যাহার কারণে জগজন ভরি
যত বড় ভেল লাজ।
জানহ সকল যদুনাথ তুমি
ভুবনমণ্ডল মাঝ।।
যদি নাকি চাবে সে হেন শ্রীমুখ
জর করে দেহা।
যাইয়া যমুনা জল ভরি ছলে
দেখিয়া বাড়য়ে লেহা।।
যদি যাহ নাথ যমুনা উপায়ে
যগন ধেনুর পাল।
যবে নাহি দেখি দেখিলে জুড়াই
বিকের ছলায়ে ভাল।।
যাহার বেদনা জানে কোন জনা
যাহার হৃদয়ে পশি।
জানে সেই জনা বিরহ-বেদনা
যেমন রসের রসি।।
যাবে মধুপুর যবহুঁ শুনল
তবে কি পরাণ জীব।
যমুনার জলে যেয়ে কুতুহলে
তখনি পরাণ দিব।।
যদি না হইবে স্ত্রীবধ পাতক
তবহুঁ তেজব গেহা।
যতনে যাইয়া যমুনা মরিতে
তেজব আপন দেহা।।
জর জর ভেল জারিল অন্তর
চণ্ডীদাস গুণ ঝুরে।
এত দিন ছিল যতেক আনন্দ
ঘুচল গোকুল পুরে।।