যোগোমায়া ভগবতী দেবী পৌর্ণমাসী।
দেখিয়া যশোদাপুত্র নন্দগৃহে আসি।।
সভে সাবধান করি যশোদারে কহে।
বহু পুণ্যে এ হেন বালক মিলে তোহে।।
বহু আশীর্ব্বাদ কৈলা হরষিত হৈয়া।
রূপ নিরখয়ে সুখে এক দিঠে চাইয়া।।
এ দাস শিবাই বলে অপরূপ হেরি।
দেখিয়া বালকঠাম যাঙ বলিহারি।।