রজনিশেষ পর নাগরি নাগর
বৈঠল শেজকি মাহি।
হেরি সখি সত্বর মন্দির ভীতর
হাসি হাসি পৈঠলি তাহিঁ।।
সহচরি মেলি কেলি কলপতরু
করতহি রস পরকাশে।
রজনিক রঙ্গ কহিতে নব নাগরি
পিয়ামুখ ঝাঁপলি বাসে।।
দুহুঁ মুখ নিরখি হরখি সব সহচরি
পুলকিনি রহলি বিভোরি।
পীত বসন লেই নিজ তনু ঝাঁপই
লাজে লাজায়লি গোরি।।
ভব হরি নাগরি কোরে আগোরলি
ডুবল সুখসিন্ধু মাঝ।
ললিতা ললিত কহি দুহুঁ বেশ খণ্ডিত
সাজাওত অনুপম সাজ।।
দুহুঁ রূপে মগন ভেল সব সখিগণ
দিন রজনী নাহি জান।
অরুণ উদয় ভেল জটিলা শবদ পাইল
কবিশেখর গুণ গান।।