রতন আসনে বসিল দুঁহু।
লোক সম্ভাষয়ে হাসিয়া লহু।।
আঁচরে বদন মুছয়ে দেবী।
দাস দাসী কত চরণ সেবি।।
শীতল সলিল করিল আগে।
বিবিধ মিঠাই করি দু ভাগে।।
মধুর বচনে মধুরে ডাকি।
আগে খাওয়াইল কমল আঁখি।।
সখাগণ মেলি ভোজন করে।
রোহিণী যশোদা তাহাই হেরে।।
যশোমতি করে উচিত রা।
আনন্দে অস্থির না ধরে গা।।
মুখ পাখালিল হেম কটোরি।
বাসিত তাম্বুল বদনে পুরি।।
আপন শয়ন আবাসে যাই।
শয়ন করল তহি মাধাই।।
বসন রতন ভূষণ হাতে।
রাই দূতী আসি নোয়াল মাথে।।
দেই দরশনি সঙ্কেত কেল।
উচিত উত্তর নাগর দেল।।
নীলাম্বর কহে চরণ লাগি।
রাধা সহ যব মিটব আগি।।