• আজু দেখব মুখ প্রিয় মঝু আয়ব
    আজু দেখব মুখ প্রিয় মঝু আয়ব বিথারই মরম আনন্দ। খীণ তনু কঞ্চুক বন্ধ টুটত ঘন বাম নয়ন করু পন্দ।। দেহপর চীর সুথির রহত নাহি হাথকি দরপণ টুট। অবহুঁ দশদিশ পরসন্ন হোয়ত বিরহ ধুম গেই ছুট।। কহি কহি এক সখী চলি আওব কি করহ মুগধিনী রাই। হরি আওল বলি ঘোষণা পড়ল পুর চল চল দেখহ যাই।। […] keyboard_arrow_right
  • আদরে নাগর ধনীমুখ হেরইতে
    আদরে নাগর ধনীমুখ হেরইতে অবনত মুখ করু রাই। পরশিতে পাণি তরসি ঘন উঠত চঞ্চল চহুঁ দিশ চাই।। সুন্দরী বিছুরল পূরবক কেল। চির দুখে প্রিয় হেরি দুখ সুখ ভূলল যৈছন নওল মেল।। ভুজযুগ পাশে আগোরল নাগর নিবিড় আলিঙ্গন দেল। হরি তনু পরশে হরষে ধনী ভূলল মনমথ উনমত ভেল।। হসি হসি উলসি বয়ন শশি চুম্বই চিবুকে স্বেদ […] keyboard_arrow_right
  • এক তিল তিল আধ যো ধনী তুয়া বিনে
    এক তিল তিল আধ যো ধনী তুয়া বিনে জীবন রাখিতে সন্দেহ। সো চির পরিহরি তুহুঁ আয়লি হরি পুরে রহলি করি গেহ।। বিরহিনী তুহারি অবধি গণি অনুখণ নখর লিখব ক্ষিতি খোই। ঝামরি পাণি হানি উর পরি পুন পুন পামরী পাঁতরে রোই।। ধনী বহু কঠিনী অবহু জীউ রাখএ হামারি গমন প্রতিআশ। ভবন যাই ভণব যব ইহ সব […] keyboard_arrow_right
  • গরবিনী গো হাম গরবিনী
    গরবিনী গো হাম গরবিনী। উর বিনু শেজ পরশ না জানি।। সো অব ধুলি ধুসরি। ছিলু যছু গরবিণী সো বিছুরি।। অঞ্জন রঞ্জিত নাহ করে। অব সে নয়ন মঝু সতত ঝরে।। পিয় মুখে মঝু মুখ রহতহি জোই। অব অবনত মুখ করতলে গোই।। সুবদন চুম্বন অধরে সুচার। চিন্তা চুম্বই অব অনিবার।। পিয় উরে চন্দন কুমকুম দেল। অব সে […] keyboard_arrow_right
  • ধনী করে ধরি হরি সখি সম-অরপল
    ধনী করে ধরি হরি সখি সম-অরপল পাওলি আপন পরাণ। অব তনু মন প্রাণ সবহু বিথারহ চির থির নিরখ বয়ান।। হরি হরি আজু করম অবিগুণ। দুখ ঘর ব্রজপুর সুখ অব দেয়ব মগন পুন বন উপজল দূন।। ললিতা পাণি পরশি ধনী নিজ উরে সুখ ক্রন্দনে কহু বাণী। শুনরে পরাণনাথ বিছুরি নিরাশল তুঁহু মুঝে দেয়লি আনি।। হাম তোহে […] keyboard_arrow_right
  • না গুণিয়ে আপনার দুখ
    না গুণিয়ে আপনার দুখ। কথি রহু নাহ কুশলে যদি থাকই তবহুঁ হৃদয়ে মঝু সুখ।।ধ্রু।। ঐছন আদর- বাদর নাগর পাছে না পায়ই আন। কি জানি কোমলতনু দুরবল হোয়ই ইথে লাগি বিদরে পরাণ।। ভবনে যশোমতি আদরে সিঞ্চই রঙ্গি সখাগণ সঙ্গে। কুঞ্জে সখীগণ কতহুঁ সমাদরে সিঞ্চই শ্যাম সুঅঙ্গে।। একে মধুপুর ক্রূর সব জনমন কি রসে রিঝায়ব শ্যাম। নীলাম্বর […] keyboard_arrow_right
  • পুরপতি খেমহ যদি অপরাধ
    পুরপতি খেমহ যদি অপরাধ। মঝু মুখে নয়ন পসারি শুনহ সব কর জোরি কহ এক বাত।। রূপে গুণে কুলে শীলে যতেক কলাবতী গৌরী আরাধন কেল। তুয়া তনু পাশ বাতাস না পাওল নয়ন গোচর নাহি ভেল।। রাধা রমণী শিরোমণি জীবন পণ করি পাওল শ্যাম। মধুপুরি পন্থ কুবরি না রাখলি ঐছে কয়লি পরিণাম।। ঝামর শ্যামর কোমল বিমল তনু […] keyboard_arrow_right
  • বন বনমালি বরজপুর আওল
    বন বনমালি বরজপুর আওল বাওল সুমধুর ডঙ্কা। শুনি সব লোক সুখনিধি নিমগন দূরে গেও চিরদুখ শঙ্কা।। হরি হরি ব্রজজন দুরদিন গেল। যাকর লাগি আগি জ্বলু প্রতি ঘরে তাকর দরশন ভেল।। নন্দ যশোমতি রোহিণী সঙ্গতি নিকসল ব্রজজন সঙ্গে। দাম শ্রীদাম সুবল মধুমঙ্গল ধাওল নিজ নিজ রঙ্গে।। সরবে উচ্চ পুচ্ছ করি শিরোপরি মিলল ধবলী হংসী।। পঙ্গু জরতী […] keyboard_arrow_right
  • মঝু মনে হোয়ত আয়ব পিয় পুন
    মঝু মনে হোয়ত আয়ব পিয় পুন ব্রজজন লেহ না ছোড়। কি জানি কি বিঘটনে হরি মধুপুরে রহু মরমে মরমে রহু ভোর।। সো মঝু নাগর রূপ গুণ আগর নিজ সম বিনু নাহি ভুল। পুরনাগরীগণ অনুমানে জানলুঁ কুবরি সুন্দরী মূল।। অকুরক গুণ নয়নে সব দেখলি উহ পুর মাহ সুজান। মাত তাত গুণ গোপ মুখে শুনলুঁ তনয়ে করল […] keyboard_arrow_right
  • মাধব বুঝলুঁ মরমকি ভাব
    মাধব বুঝলুঁ মরমকি ভাব। পুর নব প্রেম ভূরি সুখ সম্পদ ছোড়ি বরজ নাহি যাব।। সংপ্রতি পুরপতি ভূপতি মহামতি তাঁহা কাহা পশুপতি ভান। তালদল শৃঙ্গ বংশী মুরলী রব ইহ কত রাজনিশান।। তাঁহা নব পল্লব বল্লব বীজই সুলভ বনফুল মাল। ইহ চামর কত দাস ঢুলায়ত ভূষিত মতি প্রবাল।। কালিন্দী তট বট ছাহ নিকট বসি নিজ তনু নিরখিতে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ