মাধব বুঝলুঁ মরমকি ভাব।
পুর নব প্রেম ভূরি সুখ সম্পদ
ছোড়ি বরজ নাহি যাব।।
সংপ্রতি পুরপতি ভূপতি মহামতি
তাঁহা কাহা পশুপতি ভান।
তালদল শৃঙ্গ বংশী মুরলী রব
ইহ কত রাজনিশান।।
তাঁহা নব পল্লব বল্লব বীজই
সুলভ বনফুল মাল।
ইহ চামর কত দাস ঢুলায়ত
ভূষিত মতি প্রবাল।।
কালিন্দী তট বট ছাহ নিকট বসি
নিজ তনু নিরখিতে নীরে।
হেম পরিযঙ্ক অট্টালিকা উপরি
ইহ কত জড়িত মুকুরে।।
আহীর রমণী যত নিরগুণী পরাধিনী
যতনে কাননে মেল।
ইহ পুরনারী স্বতন্তরী পথপরি
কুবরি হিয়া ভরি নেল।।
ভালে ভালে ইহ দশ দিবস বিরাজলি
গোকুল গতি ইতি কহনা।
সুখ ঘর ব্রজপুর আগি দেই আয়লি
দহতি নিরন্তর দহনা।।
পণ করি ব্রজপুরি হরি হাম আয়লুঁ
আনব গোকুল কান।
নহত শমনঘর গমন সরণি ইহ
নীলাম্বর পরমাণ।।