রতি রণ পণ্ডিত নাগর কাণ।
রতি রণে পরাভব করু পাঁচবাণ।।
অলসে সূতি রহু কুসুম শয়ান।
দুহু উরে উরে রহু বয়ানে বয়ান।।
দুহ কর উপরে দুহু শির রাখি।
কনয়া জ্যোতি আধ মরকত কাঁতি ।।
দুহুকর স্বেদ বিন্দু বিন্দু গায়।
নরোত্তম দাস করু চামরের বায়।।
রতি রণ পণ্ডিত নাগর কাণ।
রতি রণে পরাভব করু পাঁচবাণ।।
অলসে সূতি রহু কুসুম শয়ান।
দুহু উরে উরে রহু বয়ানে বয়ান।।
দুহ কর উপরে দুহু শির রাখি।
কনয়া জ্যোতি আধ মরকত কাঁতি ।।
দুহুকর স্বেদ বিন্দু বিন্দু গায়।
নরোত্তম দাস করু চামরের বায়।।